হাটহাজারী নিউজ ডেস্ক:
১৬ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ ১৩ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ৭৯৪ কোটি ৮৫ লাখ টাকা।
বুধবার (১২ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জিটুজি ভিত্তিতে ছয় দেশের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান (থাইল্যান্ডের পিটিটিটি, আরব আমিরাতের ইনোক, পেট্রোচায়না, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও চীনের ইউনিপেক) থেকে ২০২২ সালের জানুয়ারি-জুন সময়কালে ১৪ লাখ ৯০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় হবে আট হাজার ৪১৭ কোটি ২৩ লাখ টাকা।
তিনি জানান, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারী লিমিটেড (এনআরএল) থেকে ৯০ হাজার মেট্রিক পরিশোধিত টন ডিজেল আমদানির পৃথক একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫১২ কোটি ৪৮ লাখ টাকা।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে ৮ জেলায় ৮টি স্টিলস্ট্রাকচার বিশিষ্ট মাল্টিপারপাস বিল্ডিং নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টাবরো লিমিটেড এস্টেট। এতে ব্যয় হবে এক হাজার ২০৫ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।(নিউজ সংগৃহীত)