নিজস্ব প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
রবিবার (২০ নভেম্বর) কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা ( উত্তর ও দক্ষিণ ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, নগরী থেকে চুরি করা চোর চক্রকে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ সেলিম, সঞ্জয় পাল ও মিজানুর রহমানদের আটক করেন এবং তাদের হেফাজত থেকে ১১টি মোটর সাইকেল ও বিভিন্ন মোটর সাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করেন।