নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে আনুমানিক ৫০০ মিটারের বেশি দৈর্ঘ্যের জাল জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা'র দিকে এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর নাঙ্গলমোড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডে জাল দিয়ে মাছ ধরার সময় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যের সহযোগিতায় ৫০০ মিটার ঘের জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার টিমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।