মোঃ আতাউর রহমান মিয়া:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালুবোঝাই জীপগাড়িসহ মোঃ রাসেল ( ২২) নামের এক যুবককে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিদুল আলম ।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা'র দিকে বালুবোঝাই গাড়িটি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আটককৃত মোঃ রাসেল (২২) , পিতা- আবুল বশর, সুয়াবিল,ফটিকছড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, হালদা নদী থেকে বালু উত্তোলনের জন্য আটককৃত রাশেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোন অনুমোদন নেই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান । এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি ।