নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আজিমের ঘাট পয়েন্ট থেকে অভিযান শুরু করে ফরহাদাবাদ ইউনিয়ন পর্যন্ত এলাকাজুড়ে ৬ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল ও বড়শি জব্দ করল ইউএনও শাহিদুল আলম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২৮ মে) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এ অভিযান।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এসময় উপস্থিত ছিলেন, গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানীসহ অনেকেই।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদী থেকে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার মৌসুম চলমান। এ প্রেক্ষিতে মা মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৮ মে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আনুমানিক ৩/৪ কেজি ওজনের ১ টি মা মাছ (রুই) উদ্ধার করা হয়। জীবিত মা মাছটি তৎক্ষনাৎ অবমুক্ত করা হয়।
এছাড়া অভিযানকালে ১ টি বড়শি ও ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, চলমান প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় সকলের সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে হালদা পাড়ের অধিবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।