নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আজিমের ঘাট পয়েন্ট থেকে অভিযান শুরু করে ফরহাদাবাদ ইউনিয়ন পর্যন্ত এলাকাজুড়ে ৬ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল ও বড়শি জব্দ করল ইউএনও শাহিদুল আলম।
শনিবার (২৮ মে) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এ অভিযান।
এসময় উপস্থিত ছিলেন, গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানীসহ অনেকেই।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদী থেকে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার মৌসুম চলমান। এ প্রেক্ষিতে মা মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৮ মে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আনুমানিক ৩/৪ কেজি ওজনের ১ টি মা মাছ (রুই) উদ্ধার করা হয়। জীবিত মা মাছটি তৎক্ষনাৎ অবমুক্ত করা হয়।
এছাড়া অভিযানকালে ১ টি বড়শি ও ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, চলমান প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় সকলের সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে হালদা পাড়ের অধিবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।