নিজস্ব প্রতিবেদক:
হালদা নদীর উত্তর মাদার্শা অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে মোঃ রুবেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৩ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সূত্রে তথ্য পেয়ে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে মোঃ রুবেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদুল আলমের সহযোগিতায় মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর আটক করা হয় এবং পরে এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।