হাটহাজারী নিউজ ডেস্ক:
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে সিদ্দিক মাস্টারের বাড়ির পশ্চিম পার্শ্বে হালদা নদীতে ভাসমান অজ্ঞাত এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই লাশটি উদ্ধার করা হয়।
রাউজানের পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ বাবুল আজাদ বলেন, বিকাল ৫ টার স্থানীয় একজন ব্যক্তি ৯৯৯ ফোন করে জানান হালদায় একটি লাশ ভাসছে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদী হতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উদ্ধারকৃত লাশটি একজন বয়স্ক নারীর। যার আনুমানিক বয়স ৬০ বছর। পরনে আছে একটি বেগুনি-সাদা প্রিন্টের মেক্সি। এখনও বৃদ্ধ নারীর পরিচয় পাওয়া যায় নি। এই লাশের পরিচয় সনাক্তকরণের জন্য সিআইডি, পিবিআই বিশেষজ্ঞ টিম কর্তৃক অজ্ঞাতনামা নারীর ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।