নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার জাল জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯ টা থেকে রাত ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় উপস্থিত ছিলেন, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান, সদস্য বেলাল আহমেদ ও রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রাশেদ, হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী ও সেচ্ছাসেবকগণ।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এলাকাজুড়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে গহিরা ইউনিয়ন, তেলপাড়ই খালের মুখ ও নাঙ্গলমোড়া বাজার পয়েন্ট থেকে অবৈধ ঘেরা জালগুলো জব্দ করা হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, আসন্ন মৎস প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান হাটহাজারী নির্বাহী অফিসার মোঃ শাহেদুল আলম। সংশ্লিষ্টদের সহযোগিতা ও সচেতনতা প্রত্যাশা করে,উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ করা হলো