নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু মৎস হেরিটেজ' হালদা নদীর হাটহাজারী ও রাউজান উভয় কিনার হতে প্রায় ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সোমবার (৩১ জানুয়ারি) ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করে।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উভয় কিনার হতে প্রায় ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে অভিযানটি পরিচালিত হয়।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।