নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী এবং নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকাজুড়ে হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০টি ঘেরা জাল, বড়শি ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
রবিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত চলে অভিযান।
এ সময় উপস্থিত ছিলেন, নৌপুলিশ, গ্রামপুলিশ ও আইডিএফ এর মৎস কর্মকর্তা রাব্বানী ও মুনিরসহ অনেকেই।
হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ টি ঘেরা জাল জব্দ করা হয়। দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫০০ মিটার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকাজুড়ে হালদা নদীতে অভিযান চালিয়ে ১০টি ঘেরা জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫০০ মিটার।
হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি।