নিজস্ব প্রতিবেদকঃ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (৩১ মে) নদীর মোহনা ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
[caption id="attachment_1422" align="alignnone" width="233"] বিজ্ঞাপন[/caption]
নদীতে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের সহকারী উপ- পরিদর্শক মোঃ ওমর ফারুক জানান, মঙ্গলবার নদীর মোহনা ও কচুখাইন এলাকায় সকাল ৮ টা থেকে সাড়ে দশ পর্যন্ত অভিযান পরিচালনা করে নদীর মোহনা ও কচুখাইন এলাকায় পাতানো অবস্থায় দাবিদারহীন ৩টি দীর্ঘ আকৃতির সুতার ভাসান জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সুতার জালের দৈর্ঘ্য আনুমানিক ৩ হাজার মিটার। যার বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উদ্ধারকৃত জালগুলা উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। হালদা নদীর মা-মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌক্যাম্পের অভিযান যুগপৎভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
অভিযানে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া ও সদরঘাট নৌ থানার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।