নিজস্ব প্রতিবেদকঃ হালদায় সাড়াশি অভিযান পরিচালনা করেছেন ইউএনও শাহিদুল আলম এই সময় ১২ হাজার মিটার (২১ টি) ঘেরাজাল জব্দ, ১ টি মাছ ধরার নৌকা ধ্বংস করেছে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (১৬ এপ্রিল) ভোর থেকে সকাল ১০ পযর্ন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন আইডিএফ মৎস কর্মকর্তা জনাব মুনির হোসেন ও সেচ্ছাসেবীগণ।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
ইউ এন ও শাহিদুল আলম হাটহাজারী নিউজ কে বলেন, ভোর ৫ টায় হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু করে অভিযানটি হালদা নদীর ফরহাদাবাদ অংশে সকাল ১০ টায় শেষ হয়।অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১ টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২,০০০ মিটার এবং ১ টি মাছ ধরার নৌকা ধ্বংস করি।
অভিযানে গড়দুয়ারা অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইস্কান্দার হোসেন, ছিপাতলী অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বেলাল উদ্দিন ও ধলই অংশে ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম এবং ফরহাদাবাদ অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন সহযোগিতা প্রদান করেন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরো জানান, হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।