নিজস্ব প্রতিবেদকঃ হালদায় সাড়াশি অভিযান পরিচালনা করেছেন ইউএনও শাহিদুল আলম এই সময় ১২ হাজার মিটার (২১ টি) ঘেরাজাল জব্দ, ১ টি মাছ ধরার নৌকা ধ্বংস করেছে।
শনিবার (১৬ এপ্রিল) ভোর থেকে সকাল ১০ পযর্ন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন আইডিএফ মৎস কর্মকর্তা জনাব মুনির হোসেন ও সেচ্ছাসেবীগণ।
ইউ এন ও শাহিদুল আলম হাটহাজারী নিউজ কে বলেন, ভোর ৫ টায় হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু করে অভিযানটি হালদা নদীর ফরহাদাবাদ অংশে সকাল ১০ টায় শেষ হয়।অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১ টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২,০০০ মিটার এবং ১ টি মাছ ধরার নৌকা ধ্বংস করি।
অভিযানে গড়দুয়ারা অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইস্কান্দার হোসেন, ছিপাতলী অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বেলাল উদ্দিন ও ধলই অংশে ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম এবং ফরহাদাবাদ অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন সহযোগিতা প্রদান করেন।
তিনি আরো জানান, হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।