আদনান আবিরঃ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করে নৌ-পুলিশ।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আজ শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
উত্তর মার্দাশা রামদাশ মুন্সির হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. এনামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, হালদায় অভিযান চালিয়ে হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এর আগে গত বুধবার (১১ মে) হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন ও উত্তর মোহরা মন্দির এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার চিংড়ি রেণু পোনা ও পোনা সংগ্রহকারী সরঞ্জাম, একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি রেনু গুলো হালদা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি ধ্বংস ও অবৈধ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।