নিজস্ব প্রতিবেদক:
এশিয়ার মৎস্য হেরিটেজ খ্যাত হালদা নদীর উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট অভিযান চালিয়ে ২টি ও রামদাশহাট সুইচগেটের নিকট হতে ০১ টি ঘেরা জাল জব্দ করেছে ইউএনও মো: শাহিদুল আলম।
রবিবার (২ জানুয়ারী) ভোররাত ৪টা পর্যন্ত চলে এ অভিযান।
জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য ২ হাজার মিটার।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইডিএফ মৎস অফিসার রাব্বানী ও উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যগণ।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে অংশগ্রহণকারী সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।