হাটহাজারী নিউজ ডেস্কঃ
৪২ তম বিসিএস-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৪১ জন চিকিৎসক চট্টগ্রাম জেলার ১৫ উপজেলা হাসপতালে যোগ দিয়েছেন।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (৮ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন যোগ দেওয়া চিকিৎসকদের মধ্যে হাটহাজারীতে ১১ জন ফটিকছড়ি উপজেলায় ১০ জন, মিরসরাই, বাঁশখালী, লোহাগাড়া, কর্ণফুলী এবং সাতকানিয়া উপজেলার প্রতিটিতে ৭ জন করে, চন্দনাইশে ১৬ জন, সন্ধীপে ১১ জন, রাঙ্গুনিয়ায় ৮ জন, সীতাকুন্ডে ১১ জন, বোয়ালখালীতে ১০ জন, আনোয়ারা ১১ জন, রাউজানে ১১ জন, পটিয়ায় ৮ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]