নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জ শোভনছড়ি বন বিটের জঙ্গল শোভনছড়ি মৌজায় ২০১১-১২ অর্থবছরে সৃজিত সেগুন বাগানে অভিযান চালিয়ে সেগুন গাছ কাটা অবস্থায় দুই জন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার সময় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় ঘটনাস্থল থেকে ৩৭ টু = ৫৫.০৪ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। পি,ও,আর বন মামলা দাখিল পূর্বক ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং জব্দকৃত সেগুন গোলকাঠ শোভনছড়ি বিট অফিস হেফাজতে রাখা হয় ।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভনছড়ি বিট কর্মকর্তা মো: শামছুল আলম সরকার এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ শোভনছড়ি বন বিটের জঙ্গল শোভনছড়ি মৌজায় ২০১১-১২ অর্থবছরে সৃজিত সেগুন বাগানে অভিযান চালিয়ে সেগুন গাছ কাটা অবস্থায় দুই জন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, এরকম সফল অভিযানে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং সকলকে সংরক্ষিত বন ও সৃজিত বন বাগানে বেশি বেশি টহল জোরদার করার তাগিদ দেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।