নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জ এর সত্তা বিটের লম্বাটিলা প্রেমপুর নামক স্থানে ২০২১-২০২২ অর্থ বছরে সৃজিত ৩০ হেক্টর স্বল্প মেয়াদী বাগানে ২০০ গাছের চারা বিনষ্ট করে অবৈধভাবে ঘর তৈরি করে প্রায় ৫ একর জায়গা দখলে রাখে।তা তাৎক্ষনিক অভিযানটিম ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন ও হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, হাটহাজারী রেঞ্জ অধিক্ষেত্রাধীন সত্তা বন বিটে এক অভিযানে ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
তারা বলেন,সত্তা বিট এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফ ও ভিলেজারসহ লম্বাটিলা প্রেমপুর নামক স্থানে ২০২১-২০২২ অর্থ বছরে সৃজিত ৩০.০ হেক্টর স্বল্প মেয়াদী বাগানে গিয়ে দেখতে পাই অবৈধভাবে ঘর তৈরি করে প্রায় ৫ একর জায়গা দখলে রাখে। পাশাপাশি অানু: ২০০ চারা বিনষ্ট করে। তাৎক্ষনিক অভিযানটিম ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
অভিযানের সময় ঐ জবর দখলকারীরা পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব না হলেও আসামী সনাক্ত করতে পারায় মহামান্য আদালতে তাদের নামে পি,ও,আর বন মামলা দাখিল করা হবে। অভিযানের ফলস্রুতিতে ৫ একর জায়গা দখলমুক্ত করা হয় এবং ঘটনাস্থল হইতে খুটি,গাছের চারা,ড্রাম,দাঁ,বিছানাপত্র ইত্যাদি জব্দ করা হয় ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ বলেন, বনভূমি অবৈধ দখলে কোন ছাড় দেওয়া হবে না।সংরক্ষিত বনভূমিতে বেশি বেশি টহল জোরদার করারও নির্দেশ প্রদান করেন ।