নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বিটের প্রকল্প ও সৃজিত বাগান পরিদর্শন করেছেন বনবিভাগের মনিটরিং টিম।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এ মনিটরিং টিম সৃজিত বাগান পরিদর্শন করেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় উপস্থিত ছিলেন মনিটরিং টিমের প্রধান, প্রাক্তন প্রধান বন সংরক্ষক ও সিনিয়র মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন স্পেশালিস্ট মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
Sustainable Forests and Livelihoods (SUFAL) Project চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বন বিটের সুফল প্রকল্পের বিভিন্ন অর্থবছরে সৃজিত বাগান ও নার্সারী এবং হাটহাজারী SFNTC পরিদর্শন করেন ।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
প্রকল্প সমুহ হলেন,
Plantation:
1.Mixed Plantation with Fast Growing SPP. 2020-21
2. Mixed Plantation with Slow Griwing SPP. 2020-21
3.Mixed Plantation with Slow Growing SPP.
2019-20
4.Rare & Endengered SPP. 2019-20
5.Rare & Endengered SPP. 2020-21
6. NTFP under plantation Medicine 2019-20
Nursery:
1. NTFP under plantation Medicine 2021-22
2. 20% VF Nursery of 2020-21 for 2021-22
এসময় আরও ছিলেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নুল আবেদীন, সিএমও দীপন চাকমা, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী, শোভনছড়ি বিট কর্মকর্তা
খন্দকার মনিরুল ইসলাম, মোঃ শামছুল আলম সরকার, ফরেস্টার ও স্টাফবৃন্দ।
পরিদর্শন কালীন বাগানের গুনগতমান ও নার্সারীর চারার পরিচর্যায় সন্তুষ্টি প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।