নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ির মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ডে তীব্র যানজটে পড়েছে ঘুরমুখো মানুষ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা থেকে এ যানজট সৃষ্ট হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
ব্যস্ত এ মহাসড়কের উভয় পাশের প্রায় ১ কিলোমিটার যানজটে পড়ে শহর মুখী আর গ্রাম মুখি মানুষের।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সড়কের দুই পাশে গাড়ির পার্কিং করে রাখা জন্য প্রতি দিনই এ দীর্ঘ যানজট সৃষ্ট হয়। এটা কি ট্রাফিক পুলিশ দেখে না? তাদের কাজ কি শুধুই ধান্দাবাজি? রিকশা সমিতি, সিএনজি সমিতি, ট্রাক সমিতি, বাস সমিতি জীপগাড়ি সমিতি, মাইক্রোবাস সমিতি থেকে মাসিক উৎকোচ নেওয়ার কারণে যে যার মত ব্যস্ত এ মহাসড়ক গাড়ির পার্কিং করে রাখে এমন অভিযোগ যাত্রী সাধারণের।