মো: আতাউর রহমান মিয়া: হাটহাজারী পৌরসভা সদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। এক নজরে দেখে নিন কোনটির দাম কত!
শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকাল বেলায় পৌর সদরে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়।
আজকের বাজারদরঃ
সবজি:
আলু-৩৫-৪০ টাকা, ফুল কপি-৪০-৪৫ টাক, শীম-৬০ -৬৫ টাকা মুলা-৩০-৪০ টাকা, শশা-৫০-৬০ টাকা,
কুমড়ো -৩০-৩৫ টাকা, গাঁজর-৩৫-৪০ টাকা, পেঁয়াজেরকাঁলি(পাতা)-৪০, বেগুন-৫০-৬০ টাকা, পাতা কপি -৩০-৩৫ টাকা, পেঁয়াজ দেশী-৯৫-১০০ টাকা পেঁয়াজ(ইন্ডিয়া)-১১৫-১২৫ টাকা, রসুন-২২০-২৩০ টাকা,
লেবু জোড়া-১৫-২০ টাকা, মুখিকচু-৬০-৮০ টাকা
কাঁচা মরিচ-৬০ টাকা, টমেটো -৪৫-৫০ টাকা, কাঁচকলা জোড়া-২০-২৫ টাকা, লাউ কেজি-৩০-৩৫ টাকা, পুঁইশাক আটি-১৫-২০ টাকা, লাল শাক-১৫-২০ টাকা ।
মুদি:
চাল আতপ-৫৫-৮০ টাকা, চাল সিদ্ধ - ৫৫-৮০ টাকা, আটা -৬০-৬৫ টাকা, সোয়াবিন লিটার- ১৭০-৭৫ টাকা, চিনি- ১৪০-১৪২ টাকা, মসুরমোটা-১১০-১১৫ টাকা, মসুর চিকন- ১৩৫-১৫০ টাকা, বুটের-৭০-৭৫ টাকা, ছোলারডাল- ১১০-১২০টাকা, মুগডাল-১৬০-১৭০ টাকা, গরুর দুধ-৮০ টাকা ।