নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় ৪ দোকানীকে ২৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টানা চলে এ অভিযান।
জরিমানাকৃত দোকানগুলো হল:
১। মদন স্টোর (প্রোঃ মদন বাবু পিতাঃ মনিন্দ্র কুমার নাথ, হাটহাজারী বাজার) নামক প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা।
২। সৈয়দ স্টোর ( মোঃ মঞ্জু পিতাঃ সৈয়দুর রহসান, হাটহাজারী বাজার, হাটহাজারী) নামক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা।
৩। হাজী সালাম স্টোর ( প্রোঃ নুরুল আবচার পিতাঃ আবদুল সালাম, হাটহাজারী বাজার) নামক প্রতিষ্ঠানকে ৩০০০/- টাকা।
৪। বিসমিল্লাহ পোল্ট্রি এন্ড সেলস (মোঃ মাহফুজ পিতাঃ মোঃ আমিন , হাটহাজারী বাজার) নামক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারার কারণে ৪ দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।