নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার জাগৃতি ক্লাবের বিপরীতে “নাইন্টি ডিগ্রি” নামের এক কম্পিউটার দোকানে অনলাইনে স্মার্ট কার্ডের ফরম পূরণের বাড়তি টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বুধবার (১৩ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, জাতীয় পরিচয় পত্রের অনলাইনের জন্য বাড়তি টাকা নেওয়ার অভিযোগ করেন এক ভুক্তভোগী।
এই অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তার সত্যতা পাওয়া যায় এবং মালিকও তা স্বীকার করেন। পরে কম্পিউটার মালিককে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।