নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার আব্বাইচারকুল সংলগ্ন এলাকা থেকে ১১২ টু:=৫৫.৪৮ ঘনফুট বিবিধ চিড়াইকাঠ বোঝাই কাভার্ডভ্যান (ঢা:মে:ড ১১-২৫০৩) আটক করে র্যাব ও বনবিভাগ।
শুক্রবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে এ কাঠ ভর্তি ক্যাভাডভ্যানটি আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে RAB সদস্য ও সঙ্গীয় স্টাফ এর সহযোগীতায় গতকাল ১৩ মে দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার আব্বাইচারকুল সংলগ্ন এলাকা থেকে ১১২ টু:=৫৫.৪৮ ঘনফুট বিবিধ চিড়াইকাঠ বোঝাই কাভার্ডভ্যান নং-ঢা:মে:ড ১১-২৫০৩ আটক করা হয়।
জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। বন অাইনে ইউ,ডি,ও,অার মামলা দায়ের করা হয় ।