নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার মীরেরহাট এলাকা থেকে পাচারের উদ্দ্যেশে রাখা পরিত্যাক্ত অবস্থায় ২৮ টুকরা আকাশমনি কাঠ জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার এ কাজগুলো জব্দ করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন গোপন সংবাদের ভিত্তিতে মীরের হাট এলাকায় পাঁচারের উদ্দ্যেশে রাখা পরিত্যাক্ত অবস্থায় ২৮ টুকরা আকাশমনি লগ স্তুপ আকারে দেখতে পাওয়ায় এবং কোন ধরনের বৈধ সীল বা চিহ্ন না পাওয়ায় কাঠগুলো জব্দ এবং এবং ইউ,ডি,ও,আর,বন মামলা দাখিল করা হয়।
আসামি সনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন ডিপো মহোদয়।