নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকার পুকুর থেকে মেছো বিড়াল উদ্ধার করে বনবিভাগ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
গত শনিবার দুপুরে এ বিড়ালটি উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, মোবাইল ফোন মারফত জানতে পারে হাটহাজারী পৌরসভার ফটিকা নামক এলাকার একটি পুকুরে মেছো বিড়াল আহত অবস্থায় পড়ে আছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক সঙ্গীয় স্টাফসহ স্থানীয় লোকের সহযোগীতায় মেছো বিড়াল বা মাছ ধরার বিড়ালটি উদ্ধার করা হয়। তবে এর ইংরেজী নাম হল Fishing Cat।যার বৈজ্ঞানিক নাম হল Prionailurus Viverrinus।
তিনি আরও বলেন, পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী এর নির্দেশক্রমে অসুস্থ মেছো বিড়ালটি চিকিৎসার নিমিত্তে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,চট্টগ্রাম এ হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রানীটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।