নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের মন্দাকিনী এলাকায় বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে মারধর ও হামলা করে জায়গা দখল করে দূর্বৃত্তরা।
গত শুক্রবার ১৭ ফেব্রুয়ারী সকালে এ ঘটনা ঘটে পরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়।
অসহায় বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এর মুক্তিযোদ্ধার নম্বর ১১৫০০০৩৪৭৫।
এ দিকে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন কে গাছের সাথে বেঁধে রেখে দুর্বৃত্তদের সন্ত্রাসী কায়দায় হামলা করে জায়গা দখল করায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এভাবে বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে রেখে জায়গা দখল করার বিষয়টি অমানবিক। এমন ঘটনায় দোষী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনের আওতায় এনে সুষ্ট ও ন্যায় বিচার করার সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান স্থানীয় সচেতন সমাজ।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে রাতেই নির্যাতিত বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম ও মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, এমন ঘটনার জন্য কোন ছাড় দেওয়া হবে না। প্রধান অভিযুক্ত লোকমান পালিয়ে গেলেও তার পরিবারের অন্যান্যদের আটক করা হয়। তাছাড়াও এ ঘটনার সাথে জড়িত যারা তাদের কে আটক করা হবে।