নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারাক জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
শনিবার (৯ জুলাই) এক শুভেচ্ছা বাণীতে এ বার্তা জানানো হয়।
শুভেচ্ছা বাণীতে তিনি পবিত্র ঈদুল আজহার উপলক্ষে হাটহাজারীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সেই সঙ্গে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
বাণীতে তিনি উল্লেখ করেন, মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। ঈদুল আজহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তিকালে সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেবে। তাই ঈদুল আজহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
এই আনন্দের দিনেও আমাদের মনে বিষন্নতা ছেয়ে আছে, বিশ্বব্যাপী কোভিড ১৯, করোনা ভাইরাস মহামারীতে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্ববাসী।
দেশের আজকে এই পবিত্র দিনে হাটহাজারীসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল আজহার এই দিনে তিনি এই কামনা করেন।