নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করলেন পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা এ অভিযান চালানো হয়।
এ সময় ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয়।
জরিমানাকৃত দোকানগুলো হলঃ
কাঁচা বাজারের আজমল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হানিফ স্টোরকে ৩ হাজার টাকা, এবং জিয়া স্টোর কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক নুর হাসান সজীব। তিনি মোবাইল কোর্টে তিন দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ ।