নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী মডেল থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি কাল নাগিনী সাপ (Chrysopelea ornata), ১টি দুধরাজ সাপ (Coeloganathus Boie), ১টি দাঁড়াস সাপ (Rat Snake), এবং ১টি বেজি উদ্ধার করা হয় ।
রবিবার (২ জানুয়ারী) বিকেল ৩টায় সাপ ও বেজি উদ্ধার করা হয়।
[caption id="attachment_659" align="alignnone" width="300"] বনে অবমুক্ত করা বেজি[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও এসও মোঃ ফজলুল কাদের চৌধুরী হাটহাজারী নিউজকে বলেন, খবর পেয়ে হাটহাজারী মডেল থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞাত সাপুড়ের নিকট হইতে ১ টি কাল নাগিনী সাপ (Chrysopelea ornata), ১ টি দুধরাজ সাপ (Coeloganathus Boie), ০১ টি দাঁড়াস সাপ (Rat Snake), এবং ১ টি বেজি উদ্ধার করা হয় ।
পরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী মহোদয়ের নির্দেশনায় উদ্ধারকৃত ৩টি সাপ ও ১টি বেজিকে হাটহাজারী রেঞ্জের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয় ।
বন্যপ্রানী পাচার রোধে সকলকে আরও বেশি সতর্ক হতে হবে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির কাজ অব্যাহত রাখতেও নির্দেশনা দিয়েছেন ডিপো মহোদয়।