নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভা দেওয়ান নগর ২নং ওয়ার্ডস্থ বাসস্ট্যান্ড এর বিপরীতে বনফুল মিষ্টি দোকানের ভিতরে থেকে ২৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী কে আটক করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, পৌরসভা দেওয়ান নগর ২নং ওয়ার্ডস্থ বাসস্ট্যান্ড এর বিপরীতে বনফুল মিষ্টি দোকানের ভিতর হইতে আসামী ১. মোঃ ইছহাক(৪০), পিতা-আব্দুল শুক্কুর ,স্থায়ী: সাং-পশ্চিম দেওয়ান, হাটহাজারী পৌরসভা ০১ নং ওয়ার্ড( ছিদ্দিক আহমদের বাড়ী), থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম, বর্তমান: সাং- চারিয়া শিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, আব্দুল জলিল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া, থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম, ২. আয়েশা বেগম প্রকাশ সাদিয়া (২৫), পিতা-হোসেন আহম্মদ, মাতা-ফাতেমা খাতুন, স্বামী-মোঃ ইছহাক ,স্থায়ী: সাং-পশ্চিম দেওয়ান, হাটহাজারী পৌরসভা ০১ নং ওয়ার্ড( ছিদ্দিক আহমদের বাড়ী), থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম, বর্তমান: সাং- চারিয়া শিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, আব্দুল জলিল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া, থানা- হাটহাজারী, জেলা –চট্টগ্রাম, পিত্রালয়ের ঠিকানা সাং- ডেইল পাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা –কক্সবাজারদ্বয়ের হেফাজত হইতে উদ্ধার- ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ২৪০(দুইশত চল্লিশ) গ্রাম, মূল্য অনুমান ৭,২০,০০০/-টাকাসহ গ্রেফতার করেন।