নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে ১৩ দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার আবু রায়হান।
শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ডে থেকে অভিযান শুরু করে চলে আমান বাজার পর্যন্ত।
জরিমানাকৃত দোকানগুলে হল:
পৌর সদরের বাস স্টেশন সিঙ্গার শোরুম কে ২ হাজার টাকা, ১১ মাইল মদিনা ডোর ফার্নিচার কে এক হাজার টাকা,২ নং গেট নুর আঞ্জুমান টেলিকম কে এক হাজার টাকা, একই স্থানে সাইমা দলিল লেখক অফিসে এক হাজার টাকা, সায়মা স্টোর কে ২ হাজার টাকা, ফতেয়াবাদ তাকওয়া ইলেকট্রনিক ২ হাজার টাকা,চৌধুরী হাট বাজারে হোসেন ক্রোকারিজ কে ২ হাজার টাকা, কামাল ষ্টোর কে এক হাজার টাকা, বড়দীঘির পাড আলী মোটরকে এক টাকা,রেহেনা মোটর কে এক হাজার টাকা,এবং আমান বাজার মায়াবী ফ্যাশন কে ২ হাজার টাকা, জুই টেলিকমে ২ হাজার টাকা,জাহান মোটর কে এক হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু রায়হান বলেন, চলমান বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় সরকারী নিদের্শনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোট পরিচালনা করে অভিযুক্তদেরকে বিদ্যুৎ আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়েছে। অভিযান নিয়মিত অব্যহত থাকবে।