নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা " হ্যান্ডবল" খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাইনুদ্দিন মজুমদার, একাডেমিক সুপারভাইজার মোঃ মুসলিম উদ্দিন, মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল আলম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফিরোজ চৌধুরী, প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম, মোঃ মাহবুবুল আলম,মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আকতার হোসেন, মোঃ সাইফুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়বৃন্দ।
কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ ঐতিহ্যবাহী কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হাটহাজারী উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাটহাজারী উপজেলা মাঠে অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় কে ৩- ০ ব্যবধানে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, প্রতিভার বিকাশ ঘটানো, দেশপ্রেম, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।