নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকায় বাসের সাথে সিএনজি গাড়ির ধাক্কা লাগে। এ সময় সিএনজি ও বাসের চালকসহ ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আহতরা হলেন- কবির (৫৩), আরজু মিয়া (৫৪), শওকত হোসেন (৫৫), সঞ্জু মিয়া (৮০), মানিক মিয়া (৬৫), রফিকুল ইসলাম (৩১), দেওয়ান (৩৫), নিটু মিয়া (৪৫), আরজু (৫৪), খোকন (৪৮), বেলাল মিয়া (৪২) ও আমিনুর (৪৫)।
আহত কবির জানান, তারা মাইজভান্ডার দরবার থেকে জেয়ারত শেষে শহরের দিকে যাচ্ছিলেন। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি এলাকা থেকে এসেছেন জেয়ারত করতে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার বেলা বারোটার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে চাইলে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে।
এতে মিনিবাসের চালকসহ ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিলেও গুরুতর হওয়ায় মিনিবাসের চালক ওসমান (২৮), যাত্রী রেলিং (৬০), রোকন (৩১) ও দেলোয়ারকে (৪৫) চমেকে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে চালক ওসমান ও যাত্রী রেলিংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
এ দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত মিনিবাসটি বর্তমানে তাদের হেফাজতে আছে।