প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২২, ১১:১৮ এ.এম
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক ব্যক্তি নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.সোলাইমান গাজী (৪০) নামের নোয়াখালীর এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান পেশায় একজন ঔষধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম মুখোমুখি বেপরোয়া গতির একটি মাইক্রো (হাইস গাড়ি) উপজেলার বুড়িপুকুর পাড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঔষধ কোম্পানির প্রতিনিধি মো. সোলাইমান গাজীকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সভাপতি মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় মো.সোলাইমান গাজীর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সোলাইমান গাজী নোয়াখালীর চাটখিল উপজেলার মুকবুল আহম্মেদের ছেলে বলে জানা গেছে।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.