মোঃ আবু তৈয়ব
হাটহাজারীতে কাউকে তোয়াক্কা না করে মনের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে সিএনজি অটোরিকশা চালকেরা।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (৪মে) সরেজমিনে দেখা যায় হাটহাজারিতে সিএনজি অটোরিকশা চালকরা নিজেদের ইচ্ছে মতো সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে।
[caption id="attachment_1422" align="alignnone" width="233"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী বাসস্ট্যান্ড মোড় থেকে রাঙ্গামাটি রোডের ইছাপুর ফয়জিয়া বাজার ঈদের আগের দিন পর্যন্ত ভাড়া ছিল মাথাপিছু ১০ টাকা কিন্তু দেখা যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে ভাড়া বৃদ্ধি করে ১০ টাকার পরিবর্তে ২০ করে নিচ্ছে, ঈদের দ্বিতীয় দিন হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় দেখা যায় ফতেয়াবাদ থেকে মাদার্শা হাই স্কুল পর্যন্ত ঈদের আগে ভাড়া ছিল মাথাপিছু ২০ টাকা এখন সে ভাড়া বাড়িয়ে ৩০ টাকা নেওয়া হচ্ছে। এভাবে হাটহাজারীর প্রতিটা রোডে সিএনজি অটোরিকশা চালকরা ডাবল ভাড়া নিচ্ছে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
সাধারণ যাত্রীরা বলেন, ঈদ উপলক্ষে সিএনজি অটোরিকশা চালকেরা প্রতিটি যাত্রী থেকে হয়তো ৫ টাকা করে বেশি নিতে পারে কিন্তু এভাবে ডাবল ভাড়া নিলে আমরা সাধারণ যাত্রীরা কীভাবে ঈদের আনন্দ উপভোগ করব।এক যাত্রী বলেন, আমারও ওদের মত সাধারণ মানুষ আমরা যদি কোটিপতি হতাম তাহলে আমরা প্রাইভেট কার নিয়ে চলাফেরা করতাম ওরা যদি সেটা না বুঝে তাহলে কে বুঝবে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এই বিষয়ে ফতেয়াবাদ সিএনজি চালক সমিতির লাইনম্যান থেকে জানতে চাইলে উনি বলেন, ঈদ উপলক্ষে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ড্রাইভাররা বাড়তি বাড়া নিবে, ঈদের তৃতীয় দিনের পর থেকে আবার আগের মত ভাড়া নিবে অথচ এই ভাড়া বাড়ানোর ব্যাপারে সিএনজি মালিকেরা কিছুই জানেন না।