নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কাপ্তাই সড়কের মাথায় সিএনজি ও অন্যান্য পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযানে ৫ মামলায় ৬০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
শুক্রবার (২১ এপ্রিল) বিকাল বেলা এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অন্যান্য গাড়ির চালকদেরকে সংগঠনের নেতৃবৃন্দের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে যাত্রী হয়রানি বন্ধে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইসলাম ও চান্দগাও থানার এসআই আজিজ ও তার টিম।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কাপ্তাই সড়কের মাথায় সিএনজি ও অন্যান্য পরিবহনে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ০৫ মামলায় ৬০০০ টাকা জরিমানা করা হয় এবং সংগঠনের নেতৃবৃন্দের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে যাত্রী হয়রানি বন্ধে মাইকিংয়ের ব্যবস্থায় করা হয়।