নিজস্ব প্রতিবেদক:
২০২৩ শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশের ন্যায় হাটহাজারী উপজেলায় এ উৎসব শুরু হয়।
রবিবার (১ জানুয়ারী) সকালে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই বিতরণ করা হয়।
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরীসহ অনেকেই।
এর আগে গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীর হাতে এক সেট করে বই তুলে এই উৎসবের উদ্বোধন করেন তিনি। আজ সারা দেশে একযোগে বই উৎসব অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক আর প্রাথমিক পর্যায়ের বইয়ের উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।