নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
হাটহাজারীতে রামদা ও কিরিচসহ আটক ৩ ডাকাত

হাটহাজারীতে রামদা ও কিরিচসহ আটক ৩ ডাকাত

হাটহাজারীতে রামদা ও কিরিচসহ আটক ৩ ডাকাত

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের দক্ষিণে বোয়ালিয়ারকুল ব্রীজ থেকে ২টি রামদা,২টি কিরিচ, ৩টি লোহার রড, ১টি সেলাই রেঞ্চ, ১টি রিং রেঞ্চ, ১টি রিং হ্যান্ডেল গুটি, ১টি রিং ঢালী, ১টি রিং ঢালী, ১টি ঢালী ও  সিএনজি গাড়ীসহ ৩ ডাকাত আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ১টা ১৫ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়

আটককৃত ডাকাতরা হলেন,১. রবিউল হোসেন(২৮), পিতা-ইলিয়াছ, মাতা-রেনুয়ারা বেগম, সাং-নাঙ্গলমোড়া চৌধুরী বাড়ী, ৭নং ওয়ার্ড, ২. মোঃ সালাউদ্দিন(২৮), পিতা-মোঃ ইউসুফ, মাতা-সবুজেন নাহার, সাং-ছিপাতলী বাছা গাজীর বাড়ী, ৬ নং ওয়ার্ড, ৩. মোঃ শাওন (১৯), পিতা-দিদারুল আলম, মাতা-লাকি আক্তার, সাং-নাঙ্গলমোড়া গোলাপ নবীর বাড়ী, ৫নং ওয়ার্ড, সর্বথানা-হাটহাজারী।

এ ঘটনায় ১। রবিউল হোসেন(২৮), পিতা-ইলিয়াছ, মাতা-রেনুয়ারা বেগম, সাং-নাঙ্গলমোড়া চৌধুরী বাড়ী, ৭নং ওয়ার্ড, ২. মোঃ সালাউদ্দিন(২৮), পিতা-মোঃ ইউসুফ, মাতা-সবুজেন নাহার, সাং-ছিপাতলী বাছা গাজীর বাড়ী, ৬ নং ওয়ার্ড, ৩. মোঃ শাওন (১৯), পিতা-দিদারুল আলম, মাতা-লাকি আক্তার, সাং-নাঙ্গলমোড়া গোলাপ নবীর বাড়ী, ৫নং ওয়ার্ড, ৪. মোঃ সোহেল(২৩), পিতা-অজ্ঞাত, সাং-গুমানমর্দ্দন ভান্নার বাড়ী, ৯নং ওয়ার্ড, ৫. মোঃ জিসান(২০), পিতা-কালু মিয়া, সাং-গুমানমর্দ্দন ভোলারা বাড়ী, সর্বথানা-হাটহাজারী,জেলা–চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

 

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, উপজেলার গুমানমর্দ্দন ইউপির দক্ষিন গুমানমর্দ্দন সাকিনে বোয়ালিয়ারকুল ব্রীজের উপর অবৈধভাবে দেশীয় অস্ত্র শস্ত্র ১। ০২(দুই)টি রামদা, ২। ০২(দুই)টি কিরিচ, ৩। ০৩টি ০৩ সুতার লোহার রড, ৪। ০১(এক)টি সেলাই রেঞ্চ, ৫। ০১টি রিং রেঞ্চ, ৬। ০১টি রিং হ্যান্ডেল গুটি, ৭। ০১টি রিং ঢালী, ৮। ০১(একটি) রিং ঢালী, ৯। ০১টি ঢালী, ১০। সিএনজি গাড়ী, যাহার রেজিঃ নং- চট্টগ্রাম থ-১২-২২১৬ রাখার অপরাধে বাদীর টাইপকৃত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী থানার মামলা নং-১১, তাং-০৮/০৬/২০২৩ইং, ধারা-1878 m‡bi A¯¿ AvB‡b 19(f) রুজু করা হইল।

আসামী/অভিযুক্তের নাম : ১. রবিউল হোসেন(২৮), পিতা-ইলিয়াছ, মাতা-রেনুয়ারা বেগম, সাং-নাঙ্গলমোড়া চৌধুরী বাড়ী, ৭নং ওয়ার্ড, ২. মোঃ সালাউদ্দিন(২৮), পিতা-মোঃ ইউসুফ, মাতা-সবুজেন নাহার, সাং-ছিপাতলী বাছা গাজীর বাড়ী, ৬ নং ওয়ার্ড, ৩. মোঃ শাওন (১৯), পিতা-দিদারুল আলম, মাতা-লাকি আক্তার, সাং-নাঙ্গলমোড়া গোলাপ নবীর বাড়ী, ৫নং ওয়ার্ড, ৪. মোঃ সোহেল(২৩), পিতা-অজ্ঞাত, সাং-গুমানমর্দ্দন ভান্নার বাড়ী, ৯নং ওয়ার্ড, ৫. মোঃ জিসান(২০), পিতা-কালু মিয়া, সাং-গুমানমর্দ্দন ভোলারা বাড়ী, সর্বথানা-হাটহাজারী, জেলা–চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):হাটহাজারী থানার মামলা নং-১২, তাং-০৮/০৬/২০২৩ইং, ধারা-19(f) The Arms Act, 1878।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com