নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার অপরাধে ৫ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল আলম।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ভুমি অফিস থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত চলে এ অভিযান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন,
চলমান বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার মধ্যে অবশ্যই শপিং মহল,মার্কেট,দোকানপাট বন্ধ করতে হবে।কারো কোনো অজুহাত শোনার সুযোগ নেই। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে ।