নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু রায়হান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আলীসহ অনেকেই।