নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড ও ত্রিবেণী মোড়ে অভিযান চালিয়ে যত্রতত্রে গাড়ি ও দোকানের মালামাল সড়কে রেখে যানজট সৃষ্টির দায়ে ৬৯ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সোমবার (২৪ জুলাই) বিকাল ৪টা থেকে টানা রাত ৭টা পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানে আরও অংশগ্রহণ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খান, সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, মডেল থানার এসআই মোঃ ফয়সালের নেতৃত্বে একটি টিম।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম বলেন, যানজট নিরসনে হাটহাজারীর বাসস্ট্যান্ড গোলচত্বর ও ত্রিবেণী মোড়সহ খাগড়াছড়ি মহাসড়কের ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ২০টি সিএনজিকে ৪৪ হাজার টাকা, ৪টি বাসকে ৯ হাজার টাকা এবং অবৈধভাবে সড়কের উপর দোকানের বর্ধিত অংশ স্থাপন করায় ৩ দোকানীকে ১৬ হাজার টাকাসহ সর্বমোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে, সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।