নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার আমানবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যতালিকা ও পাইকারে ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় ৭ দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ থেকে শুরু হয়ে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।
জরিমানাকৃত দোকানগুলো হল:
১। আলিফ জেনারেল স্টোর (রবিউল পিতাঃ নুরুল আবছার, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা।
২। মালঞ্চ ফুড (শওকত পিতাঃ ছগির আহমদ, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ২,০০০/- টাকা।
৩। ফোরকান স্টোর ( সেলিম পিতাঃ আবদুল মাবুদ, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা।
৪। আমান স্টোর (মোঃ সোলাইমান পিতাঃ ফজল করিম, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা।
৫। ইদ্রিস স্টোর (মোঃ ইকবাল পিতাঃ মোঃ ইদ্রিস, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা।
৬। হেদায়েত মাংস বিতান ( মোঃ হেদায়েত পিতাঃ মোঃ গুরা মিয়া আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা।
৭। হাশেমী স্টোর ( আমজাদ হোসেন পিতাঃ মোঃ সেকান্দর সওঃ, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা।
উক্ত ৭টি দোকানে আরোপিত সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় দুইটি টিম কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করে দোকানে পণ্যের মূল্যতালিকা ও পাইকারের ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় ৭ দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, দুটি টিম হাটহাজারীর সকল বাজার নিয়মিত মনিটরিং করবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ করা হলো।