মোঃআরফাতুল ইসলামঃ
হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভা অনুষ্ঠিত।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
২১শে জুন মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
[caption id="attachment_1422" align="alignnone" width="233"] বিজ্ঞাপন[/caption]
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। সভায় প্রধান অতিথি ছিলেন,মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সমবায় অফিসার বিজয় কৃষ্ণ দেব নাথ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ উপজেলার মডেল থানার ইন্সপেক্টর আমির হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিঠক পাঠে যথাক্রমে মাওলানা জাকের আহম্মেদ ছিদ্দিকী, ডঃ অশোক দেব ও কেশব কুমার বড়ুয়া।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের কর্মশীর্ষক আলোচনায়,উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্যে বলেন,একটি পরিবারের ১জন বিষ খেলে ১জনই মৃত্যু বরণ করেন,কিন্তু ১জন মাদক সেবী পুরো পরিবার ধ্বংস করেন।সরকার মাদকের ভয়াবহতা, মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নানা ধরনের আইনের ধারা প্রণয়নও বাস্তবায়ন করেছেন।মাদকের শাস্তিযোগ্য ধারা ১৯৯০সাল,পরবর্তীতে ২০১৮কে পরিবর্তন করে ২০২২সালে নতুন ধারা প্রণয়ন করেছে।ইয়াবা সেবনের শাস্তি খুবই ভয়াবহ যা শাস্তির মেয়াদকাল দীর্ঘায়ুসহ মৃত্যুদন্ড পর্যন্ত ধার্য করা হয়েছে।তাছাড়া মাদক ব্যবসায়ীরা দিন-দিন নতুন নতুন পন্থা অবলম্ব করছে।মাদক দ্রব্য অধিদপ্তর তা নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছে। মাদকের প্রভাব থেকে সচেতন করার লক্ষে ৩টি বিষয় অতিব জরুরীঃ ১/চাহিদা হ্রাস,২/সরবরাহ কমানো,৩/ক্ষয়ক্ষতি কমানো। জনসচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক ক্লাব,সংগঠন,বিভিন্ন ইলেক্ট্রিক মিড়িয়া, প্রিন্ট মিড়িয়া,সমবায় সমিতি,স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয় ও মাদ্রার্সাগুলোতে শপথ বাক্য করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনাতা ও ভয়াবহতা প্রচার বৃদ্ধির লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে।তাছাড়া ফেইসবুক,হুয়াটসএ্যাপ, টুইটার,গণমাধ্যমে দৃষ্টিপাত করা জরুরি বলে জানান তিনি।উপরোক্ত ৩টি বিষয়ের উপর তিনি স্ববিস্তারে আলাপ আলোচনা করেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
কর্মশালায় মাদক নিয়ে বিভিন্ন প্রস্তাবনা, অভিযোগ নিয়ে বক্তব্যে রাখেন, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, ফতেপুরের জায়নুল আবেদীন, গুমানমর্দ্দনের মুজিবুর রহমান, মেখলের সালাউদ্দীন চৌধুরী, মির্জাপুরের আকতার হোসেন খাঁন সুমনসহ, শিক্ষকদের মধ্যে মোঃ চাঁন মিয়া।এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।