নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মার্কেট ও দোকানপাট নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত নাইট গার্ডদের সাথে মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৬ নভেম্বর) মধ্য রাতে নাইট গার্ডদের দায়িত্ব পালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন তিনি।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় তিনি নাইট গার্ডদের বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
এদিকে মধ্য রাতে মডেল থানার ওসি রুহুল আমিন সবুজকে দেখেই বেশ আনন্দিত নাইট গার্ডরাও। তারা বলেন ওসি স্যার আমাদের কে অনেক সাহস দিয়েছেন।