নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বেলাল মেম্বারের বসতবাড়ীতে থেকে বেধেঁ রাখা ১টি গন্ধ গোকুল উদ্ধার করে। পরে গহীন বনে অবমুক্ত করে বনবিভাগ।
গত রবিবার (৫ জুন) বিকাল ৪টার দিকে এ বিরল প্রজাতির গন্ধ গোকল উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, সংবাদ আসে উপজেলার ছিপাতলী নামক এলাকার প্রকাশ বেলাল মেম্বারের বসতবাড়ীতে একটি গন্ধ গোকুল বেধেঁ রাখা হয়েছে। তাৎক্ষনিক রেঞ্জ কর্মকর্তা সঙ্গীয় স্টাফ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সামান্য অঘাত প্রাপ্ত অবস্থায় গন্ধগোকুলটি উদ্ধার করে রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরবর্তীতে গতকাল সোমবার ৬ মে সকাল ১০টার সময় গন্ধগোকুলটি হাটহাজারী বন বিটের গহিনে অবমুক্ত করা হয়েছে ।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, উদ্ধার করা গন্ধগোকুল এর ইংরেজী নাম হল Asian Plam Civet। এটি বিপন্ন প্রজাতির স্থন্যপায়ী প্রানী। পুরানো বড় গাছ, ঝোপ জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। তাই এদেরকে সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে ।