নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ১৮ হাজার গাছের চারা বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে এ আয়োজনে আরও সহকারী কমিশনার ভূমি জনাব আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণ করা সামাজিক সংগঠন গুলো হল:
শ্রী শ্রী সত্যানন্দ মঠ (সাধুর পাহাড়) ৫০০, চারিয়া আত্ তৌহিদ ফাউন্ডেশন ১০০০, বাকর আলী চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ১০০০, বড়পীর আব্দুল কাদের জিলানী স্মৃতি সংসদ, মির্জাপুর, ২নং ওয়ার্ড ১০০০, মির্জাপুর আন নূর ফাউন্ডেশন ১০০০, শায়েস্তা খা পাড়া উজ্জীবন ক্লাব ৫০০, ভবানীপুর যুব উন্নয়ন ক্লাব ১০০০, গড়দুয়ারা স্যোস্যাল ওয়েলফেয়ার ১০০০, ইছাপুর খেলোয়াড় সমিতি, মেখল ১০০০, জাগৃতি, হাটহাজারী ৩০০০, উদ্দীপ্ত বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০০০, ইয়ুথ ফর বিল্ডিং বাংলাদেশ (YBBB) ৩০০০ চারা প্রদান করা হয়, বন্ধন সংগঠনকে ১০০০ চারা প্রদান করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যারের উদ্যোগে ২০২৩ সালে ২৩ লাখ গাছের চারা লাগানোর অংশ হিসেবে হাটহাজারীতে প্রায় দেড় লক্ষ গাছ লাগানোর প্রস্তুতি গ্রহণ করা হয়। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণকৃত এ সব গাছের মধ্যে রয়েছে উন্নতমানের কলম করা আম, মালটা, পেয়ারা ও কাঠালের জাত।