নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় পৃথক অভিযানে বিবিধ গোলকাঠ ও চিড়াইকাঠ বোঝাই গাড়িসহ ২ জনকে আটক করে বনবিভাগ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাত ১১টার সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের ও সহকারী বনসংরক্ষক মোস্তফা আল হোসাইন বলেন, রাতভর গোপন সংবাদের ভিত্তিতে ,হাটহাজারী রেঞ্জ এর সঙ্গীয় বিট কর্মকর্তা শোভনছড়ি,সর্তা,মন্দাকীনি বিট ও নাজিরহাট ডিপো রেঞ্জ কর্মকর্তা এবং সঙ্গীয় স্টাফসহ পৃথক দুটি অভিযানে হাটহাজারী উপজেলার সর্তা সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে পরিবাহিত ৫২ টু=১১০.১৯ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ বোঝাই জীপগাড়ী (চট্টগ্রাম গ:৪০৯৪) জব্দ করা হয় এবং ১ জন আসামী হাতে নাতে ধৃত করা হয়।
পরবর্তীতে একই টহল দল কর্তৃক অভিযানে নাজিরহাটের ঝংকার মোড় এলাকায় অবৈধ পরিবহনকালে ২৪৯টু:=৬১.৪৪ ঘনফুট আকাশমনি চিড়াইকাঠ বোঝাই (চ:মে:প:-০৫-০১৯০) জব্দ এবং ১ জন আসামী হাতে নাতে ধৃত করা হয়। গাড়ীসহ জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখাহয় এবং যথাসময়ে ২ জন আসামী বিচারার্তে আদালতে প্রেরন পূর্বক পি,ও,আর বন মামলা দাখিল করা হয়েছে।