সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশু শাফি উল্লেখিত এলাকার ভাই ভাই প্যালেস নামক ভবনে বসবাসকারী একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার মো.সাইদুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে উল্লেখিত ভবনের দ্বিতীয় তলার বাসায় শাফি খেলাধুলা করার সময় তার ধাক্কা লেগে রুমে দরজার লক পড়ে ভেতরে আটকা পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা অনেক চেস্টা করেও লক খুলতে না পারায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ২০ মিনিটের মধ্যে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিডার বিভূতি বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ প্রায় ত্রিশ মিনিট চেস্টার পর ওই দরজার লক খুলে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুর বাবা সাইদুর রহমান বলেন, আমার ছেলে প্রতিদিনের ন্যায় আজও রুমে খেলাধুলা করার সময় তার ধাক্কা লেগে দরজা লক হয়ে যায়। পরে আমরা সব রকম চেষ্টা করেও দরজার লক খুলতে পারিনি। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে প্রায় ২০ মিনিটের মধ্যে দরজার লক খুলতে সক্ষম হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো.আবদুল মান্নান বলেন, রুমে খেলাধুলা করার সময় দরজা লক হয়ে শিশু আটকে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজার লক খুলে শিশু কে উদ্ধার করা হয়।